শনিবার, ১৫ জুন, ২০১৯, ০৩:২৫:২৬

পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা

পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার চব্বিশ পরগনার এক জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিমবঙ্গে বসবাস করলে বাংলায় কথা বলতেই হবে বলে উল্লেখ করেছেন মমতা। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতা দখল করতে বাঙালি ও সংখ্যালঘুদের টার্গেট করে ‘গুজরাট মডেল' অনুসরণ করতে চাইছে।

মমতা ব্যানার্জী বলেন, পশ্চিমবঙ্গকে তিনি গুজরাট বানাতে দেবেন না। বাঙালিকে বাংলায় ঘরছাড়া হতে দেব না। আমরা বাংলাকে (ভাষা) এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যখন দিল্লি যাই তখন হিন্দিতে কথা বলি, যখন পঞ্জাবে যাই, পাঞ্জাবিতে কথা বলি। আমি তো তাই বলি। যখন আমি তামিলনাডু যাই, তামিল না জানলেও অল্প কিছু জানি।

সুতরাং একই ভাবে যখন আপনি বাংলায় আসবেন আপনাকে বাংলায় কথা বলতে হবে। আমরা মেনে নিতে পারি না বাইরে থেকে লোক আসবে আর বাঙালিদের মারধর করবে।

বিজেপির উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, ইভিএমে কারচুপি করে কয়েকটা আসনে জিতেছে মানে এই নয় যে তোমরা রাজ্যের বাঙালি আর সংখ্যালঘুদের মারবে। আমরা এসব সহ্য করব না। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাংলায় যে থাকবে তাকে বাংলা বলতেই হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে