সোমবার, ১৭ জুন, ২০১৯, ০১:০১:১৪

প্রধানমন্ত্রী ইমরান খান দাড়ি রাখা পছন্দ করেন না: মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

প্রধানমন্ত্রী ইমরান খান দাড়ি রাখা পছন্দ করেন না: মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দাড়ি রাখা পছন্দ না করলেও ধর্মের প্রতি আন্তরিক বলে জানিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। তিনি বলেন, ইমরান খান লেবাস সর্বস্ব মুসলমান নয় বরং তিনি একজন ধার্মিক মুসলমান। খবর পাকিস্তান টুডের।

গত শুক্রবার পাকিস্তানের জাতীয় সংসদের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী এ মন্তব্য করেন। তার মতে, ইমরান খান একজন সৎ মানুষ ও ধর্মপ্রাণ মুসলিম। তিনি কেবল দাড়ি রাখা পছন্দ করেন না।

ইমরান খান সরল জীবনযাপন করেন দাবি করে এই মন্ত্রী বলেন, ইমরান কেমন জীবনযাপন করেন এবং তার বিশ্বাস কী এটা সবাই জানে। তিনি একজন সৎ ও বিশুদ্ধ মানুষ। তার ব্যক্তিজীবন নিয়ে রাজনীতি করাটা ফলপ্রসূ হবে না।

রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো অনুচিত উল্লেখ করে বিজ্ঞানমন্ত্রী বলেন, রাজনীতি ও ধর্ম দুটি আলাদা বিষয়। রাজনীতির সঙ্গে ধর্মকে মেলানো অনুচিত হলেও বিরোধীরা সরকারবিরোধী এজেন্ডা বাস্তবায়নে সবসময় ধর্মকে ব্যবহার করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে