সোমবার, ১৭ জুন, ২০১৯, ০৪:০৯:৫২

গুলি করে মসজিদের টাকা ছিনতাই

 গুলি করে মসজিদের টাকা ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার (১৩ জুন) বিকেল প্রায় ৩ টার সময় একটি সিকিউরিটি কোম্পানী যখন মসজিদের টাকা নিয়ে যাচ্ছে তখন মসজিদ সংলগ্ন রাস্তায় ডাকাতরা গাড়ি আটকিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় ডাকাতরা মসজিদের টাকা ভর্তি বাক্স নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গোলাগুলির সময় একজন সিকিউরিটি আহত হয়েছেন। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসেছে। সম্প্রতি এক প্রেসবিফ্রিংয়ে পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতারে জনগনকে তথ্য দিতে আহ্বান জানিয়েছেন। পুলিশ মুখপাত্র কর্নেল লুঙ্গেলো ডলামিনি জানিয়েছেন, শুক্রবার বিকেলে বিপুল অর্থের ডাকাতিতে কালো রঙের মার্সিডিজ বেঞ্জ সেদান গাড়িটির সন্ধান করা হচ্ছে।

‘এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি তবে আমরা এটি একটি সশস্ত্র ডাকাতি মামলা আমলে নিয়ে তদন্ত করছি। আমরা যে কারো কাছে আবেদন জানাচ্ছি যে, সন্দেহভাজনদের সামনে পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হবে। দুস্কৃতিকারীদের সম্পর্কে কারো কাছে কোন তথ্য যদি থাকে তবে তা জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মসজিদের ফান্ডে বিগত রমজানসহ বিভিন্ন সময়ে সংগৃহীত অর্থ একটি সিকিউরিটি কোম্পানীর মাধ্যমে ব্যাংকে রাখা হয়।
শুক্রবার জুমআ’র নামাজের পর সিকিউরিটি কোম্পানী যখন টাকা নিয়ে যাচ্ছে তখন ডাকাতরা একটি কালো রঙের মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিয়ে গতিরোধ করে টাকা নিয়ে পালিয়ে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে