সোমবার, ১৭ জুন, ২০১৯, ১০:০৭:২৮

আবারও ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলা

আবারও ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবহরে জঙ্গি হামলার পর আবারও কাশ্মীরের পুলওয়ামায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ সেনা আহত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার আরিহাল গ্রামের কাছে ভারতের ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস বাহিনীর ওপরে হামলা চালানো হয়েছে। 

এ ঘটনায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছে। ওই আক্রমণে ক্যাসপার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরই প্রবল গুলিবর্ষণ ও পাথর ছোঁড়া শুরু হয়। 

এর আগে সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলার হামলার ঘটনা ঘটে। সেখানে সেনাবাহিনীর এক মেজর মারা যায়। এছাড়াও তিন সেনা আহত হয়।
 
এর আগে বুধবার জঙ্গিরা এক সিআরপিএফ টহল দলের ওপরে গুলি চালালে পাঁচ সেনা নিহত হন। এছাড়া ফেব্রুয়ারিতে এক আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ সেনা নিহত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে