‘স্বামী-স্ত্রীর নামের পদবী নিয়ে নির্দেশ জারি’
আন্তর্জাতিক ডেস্ক : জাপানে বেশির ভাগ মহিলা স্বামীর পদবী ব্যবহার করেন।
জাপানের স্বামী-স্ত্রীর নামের পদবী অবশ্যই এক হতে হবে বলে নির্দেশ জারি করেছে সুপ্রিমকোর্ট।
সেখানকার নারী অধিকার কর্মীরা বহুদিন ধরে আন্দোলন করছেন বিয়ের পরও যেন মেয়েরা তাদের নামের পদবী ধরে রাখতে পারে। জাপানের ছিয়ানব্বুই শতাংশ মহিলাই বিয়ের পর তাদের স্বামীর নামের পদবীই ব্যবহার করেন।
জাপানে আগে মহিলারা বিয়ের পরও তাদের পারিবারিক নাম ধরে রাখতে পারতেন। কিন্তু ১৮৯৮ সালে নিয়ম পরিবর্তন করা হয় এবং পরিবারের সব মহিলা এবং শিশুদের জন্য পরিবারের পুরুষ প্রধানের নাম ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
জাপানে বিবাহ বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করা নিষেধ। কিন্তু পুরুষদের বেলায় এ নিয়ম প্রযোজ্য নয়। তবে আদালত এখন বিচ্ছেদের ছয় মাসের মধ্যে মহিলাদের আবার বিয়ে করার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
জাপানের আদালতে মহিলাদের স্বামীর পদবী গ্রহণের বাধ্য-বাধকতা চ্যালেঞ্জ করেছিলেন তিন মহিলা এবং এক দম্পতি। এরা তাদের আবেদনে বলেছিলেন, এ নিয়ম অসাংবিধানিক। সূত্র : বিবিসি
১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�