সংসদে সরকারি দলকে কাঁদানি গ্যাস ছুড়ে মারলেন বিরোধীরা
আন্তর্জাতিক ডেস্ক: আমাদের দেশে সংসদে সরকারি ও বিরোধী দলের বিতর্ক যুক্তি উপস্থাপনকে অনেকেই সৃজনশীল মনে করেন না। কিন্তু কসোভোর সংসদে এবার নজিরবিহীন কাণ্ড ঘটেছে। সংসদ অচল করতে বিরোধী দলের সংসদ সদস্যরা কাঁদানি গ্যাস ব্যবহার করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যস্থতায় আলোচনা এবং সার্বিয়ার সঙ্গে চুক্তির বিরোধিতায় সরব সাংসদরা সরকারি দলের উপর চড়াও হয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। ২০০৮ সালে সার্বিয়া থেকে বেরিয়েই কসোভো স্বাধীন রাষ্ট্র হয়েছিল।
ইতিমধ্যেই এই ঘটনার নিন্দা করেছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট জন কেরি বলেছেন, ‘‘সংসদ কাঁদানে গ্যাস ব্যবহার করার জায়গা নয়। বলপূর্বক কাউকে চুপ করিয়ে রাখা যায় না।’’ বিরোধী সাংসদ গ্লাউক কনজুফকা বলেছেন, ‘‘এটা সব বিরোধীদের মিলিত কাজ। আমরা এটা চালিয়ে যাব। এই সব চুক্তিতে যে ক্ষতি হয়েছে, কাঁদানে গ্যাসে তার চেয়ে কম ক্ষতি হয়।’’
১৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল