বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:০৫:১৭

বিমানবন্দরে তুলকালাম কাণ্ড

বিমানবন্দরে তুলকালাম কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : বিমানবন্দরে সিকিউরিটি চেকের পরপরই ঘটল তুলকালাম কাণ্ড। এক ব্যক্তি ছুরি দিয়ে নিজেই নিজেকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে যান অন্য যাত্রীরা। ভয়ে কেউ ওই ব্যক্তির কাছে ঘেঁষতে সাহস পাচ্ছিলেন না। শেষমেষ যদিও বিমানবন্দরের কর্মীরা তাকে নিরস্ত্র করে তুলে দেন পুলিশের হাতে। বৃহস্পতিবার বিকেলে লন্ডনের হিথরো বিমানবন্দরের এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিকিউরিটি চেকিংয়ের পর ওই ব্যক্তি বিমানবন্দরের মধ্যেই একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে ছুরি তুলে নেন। এর পর আচমকা নিজেকে ক্ষতবিক্ষত করতে থাকেন। দূর থেকে লোকজন তাকে নিরস্ত্র করার চেষ্টা করলেও ভয়ে কেউ সামনে যাচ্ছিলেন না। পরে বিমানবন্দরের কর্মীরাই তাকে বিরত করেন। স্কটল্যান্ড ইয়ার্ড সূত্রে খবর, ওই ব্যক্তিকে পশ্চিম লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে অনেক জায়গায় আঘাত থাকলেও তার জীবনহানির সম্ভাবনা নেই। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তির ছুরিতে অন্য কোনো সহযাত্রী জখম হননি। কিন্তু কেন তিনি এমন একটা কাণ্ড ঘটালেন, পুলিশের কাছে তা স্পষ্ট নয়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে