বুধবার, ১৯ জুন, ২০১৯, ০৪:১২:৫৮

কোরআনে হাফেজ মুরসি যেখানেই যেতেন নামাজের ইমামতি করতেন

কোরআনে হাফেজ মুরসি যেখানেই যেতেন নামাজের ইমামতি করতেন

আন্তর্জাতিক ডেস্ক: আদালতের এজলাসে মৃত্যুর কোলে ঢলে পড়া মিসরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা মুসলিম বিশ্ব।মঙ্গলবার তুরস্কের ৮১ প্রদেশে মুরসির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেসব জানাজায় অংশগ্রহণ করতে লাখো লাখো মানুষ জড়ো হয়েছেন মসজিদে। খবর ইয়েনি শাফাকের।

ইস্তাম্বুলের ফাতিহ মসজিদে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মুসল্লির সঙ্গে মুরসির একনিষ্ঠ সমর্থক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অংশগ্রহণ করেছেন।

এরদোগান মুরসিকে ‘শহীদ’ বলে উল্লেখ করেছেন। এরদোগান ছিলেন মুরসির একনিষ্ঠ সমর্থক। দুজনের মতাদর্শেও অভিন্নতা দেখা গেছে। যোগত্যা ও বৈশিষ্ট্যেও তাদের মধ্যে মিল রয়েছে। মুরসি ছিলেন এরদোগানের মতোই একজন কোরআনে হাফেজ।

তিনি যেখানেই যেতেন নিজে নামাজের ইমামতি করতেন। গত রমজানে কারাগারে তার ইমামতিতেই খতম তারাবিহ পড়েছে কারাবন্দিরা।

সবশেষ সোমবার মাত্র ৬৭ বছর বয়সে আদালতেই প্রাণ হারান মুরসি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে