বুধবার, ১৯ জুন, ২০১৯, ১০:২৫:০৬

তুরস্ক জুড়ে মুরসির গায়েবানা হাজার হাজার মানুষের ঢল

তুরস্ক জুড়ে মুরসির গায়েবানা হাজার হাজার মানুষের ঢল

আন্তর্জাতিক তুরস্ক: তুরস্কের ইস্তাম্বুলে মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব গায়েবানা জানাজায় হাজার হাজার মানুষের জনসমাগম ঘটে।

তুরস্কের ধর্ম বিষয়ক দপ্তরের পক্ষ থেকে তুরস্কের ৮১টি প্রদেশের সকল মসজিদে গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুলের ফেইত মসজিদের মুরসির গায়েবানা জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। এছাড়া আঙ্কারায় অবস্থিত মিসরের দূতাবাসের বাইরে শত শত তুর্কি মুরসির মৃত্যুতে বিক্ষোভ করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানও একটি জানাজায় শরিক থাকবেন বলে জানিয়েছেন। এরদোগান বলেন, মুরসি গণতন্ত্রের জন্য শহীদ হয়েছেন। ইতিহাস তাকে কখনো ভুলে যাবে না।

মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসি মৃত্যুবরণ করেছেন। ৬৭ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট সোমবার দেশটির আদালতে শুনানি চলাকালে এজলাসেই মৃত্যুবরণ করেন। মিসরের সবচেয়ে জনপ্রিয় নেতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রথম বৈধ প্রেসিডেন্ট ছিলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে