বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ১২:৫২:৪৮

মসজিদে রাম ও মন্দিরে রহিম, ধর্ম হোক ঐক্য ও সংহতির চালিকাশক্তি : কংগ্রেস দলনেতা

মসজিদে রাম ও মন্দিরে রহিম, ধর্ম হোক ঐক্য ও সংহতির চালিকাশক্তি : কংগ্রেস দলনেতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভায় দাপটে সাথে নতুন ইনিংস শুরু করলেন অধীররঞ্জন চৌধুরী। কংগ্রেস দলনেতা হিসাবে। তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতার নির্বাচিত হয়েছেন।

দলের পর্যাপ্ত সাংসদের অভাবে বিরোধী দলনেতার মর্যাদা না পেলেও, বুধবার লোকসভায় তার নতুন ইনিংসের প্রথম দিনের ভাষণেই কংগ্রেস দলনেতা বুঝিয়ে দিলেন, বিনা যুদ্ধে তিনি ছাড়বেন না সূচ্যগ্র মেদিনীও। কোনও রকমের আপস করবেন না ধর্মনিরপেক্ষতার প্রশ্নে। 

রাম আর রহমান দুই-ই তার কাছে সমান। এ দিনের ভাষণে সকলেরই মন জয় করে নেন অধীর। লোকসভার সদস্যদের তো বটেই, যারা আজ তার ভাষণ টেলিভিশনে শুনেছেন, তাদেরও। শুরুতেই সেঞ্চুরি!

লোকসভার নতুন স্পিকার ওম বিড়লা এ দিন তার আসনে বসার পরেই সভায় প্রথম বলার সুযোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তার পরেই বলার সুযোগ পান কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। স্পিকার তার নাম ঘোষণা করেন দু'বার।

তার ভাষণে একটি শায়েরিকে উদ্ধৃত করে অধীর বলেন, ''দেশটা এমন হোক, আমাদের সমাজটা এমন হোক যাতে এক জন মুসলিম মসজিদে গিয়ে রামকে খুঁজে পান। এক জন পণ্ডিত (হিন্দু) যেন মন্দিরে গিয়ে খুঁজে পান রহমানকে। বিভেদে যেন খণ্ডিত না হয়ে যায় দেশ। মা্নুষ যেন মানুষকে্ই খুঁজে পান। কোনও ধর্মের রং প্রকট না হয়ে ওঠে। যেন ধর্ম যেন হয়ে ওঠে ঐক্য, সংহতির চালিকাশক্তি। সমাজটাকে আমাদের সেই ভাবেই গড়ে তুলতে হবে।"

তার আগে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি এ দিন বলেন, "আমি কারও পক্ষে যেতে চাই না। যেতে চাই না কারও বিপক্ষেও। আমি নিরপেক্ষ থাকতে চাই।"

অধীর প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের উল্লেখ করে নতুন স্পিকারকে বলেন, "প্রধানমন্ত্রী আজ যে কথা বলেছেন, আমি চাই, সেই মতো আপনিও লোকসভায় কোনও আলোচনা, বিতর্কে কারও পক্ষে বা কারও বিপক্ষে না গিয়ে নিরপেক্ষ থাকুন পুরোপুরি। সেটাই ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সংবিধানের মর্ম কথা।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে