বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫, ১০:৩৪:২৭

ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ

ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক : ফেসবুক ‘রিয়েল নেম পলিসি’ চালু করতে যাচ্ছে। এতে ফেসবুক আইডি খুলতে লাগবে পরিচয়পত্র। ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে হলে আসল নাম ব্যবহার করতে হবে। ব্যবহারকারীদের আসল নাম খতিয়ে দেখতে সরকারি পরিচয়পত্র কিংবা যেকোনো শনাক্তকারীর পরিচয়পত্র দেখাতে হবে। ফেসবুকে নামে বেনামে, ছদ্মনামে অনেকেই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা বিভ্রান্ত হন। ছদ্মনামধারীদের যন্ত্রণায় বিরক্ত হন ব্যবহারকারীরা। তবে এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। ফেসবুক নিউজরুম জানিয়েছে, তারা ‘ফেক’ অ্যাকাউন্ট ব্যবহারকারী অর্থাৎ যারা ফেসবুকে প্রকৃত নামে নেই তারা একটি নোটিফিকেশন পাবেন। নতুন নিয়মের আওতায় তাকে ফেসবুক অ্যাকাউন্ট আসল নামে হালনাগাদ করে নিতে হবে। ১৫ ডিসেম্বর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এ নিয়ম চালু হয়েছে। আস্তে আস্তে অন্যান্য দেশেও নিয়মটি চালু হবে। ‘ফেক’ এবং ছদ্মনামধারীরা অনেক সময় ব্যবহারকারীদের বিভ্রান্ত করার পাশাপাশি হয়রানি করে থাকে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। ফেক অ্যাকাউন্টের মাধ্যমে যাতে প্রতারণার শিকার না হন তাই এ উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ১৭ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে