শনিবার, ২২ জুন, ২০১৯, ০১:২৫:২১

ইচ্ছে করলে আরোহীসহ মার্কিন সামরিক বিমানকেও ভূপাতিত করতে পারতাম কিন্তু করিনি: ইরান

ইচ্ছে করলে আরোহীসহ মার্কিন সামরিক বিমানকেও ভূপাতিত করতে পারতাম কিন্তু করিনি: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রিপাবলিকান গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস বিভাগের প্রধান আমির আলী হাজিযাদেহ বলেছেন, আমরা ইচ্ছে করলে ৩৫ জন আরোহীসহ একটি মার্কিন সামরিক বিমানকেও ভূপাতিত করতে পারতাম কিন্তু আমরা তা করিনি।

সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি এ কথা বলেন। আমির আলী হাজিযাদেহ বলেন, যুক্তরাষ্ট্রের যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সেটার সঙ্গে বোয়িং কোম্পানির একটি পি-এইট সামরিক বিমানও ছিল। খবর রয়টার্সের। ওই বিমানে ৩৫ জন আরোহী ছিলেন। ড্রোনের সঙ্গে ওই বিমানটিও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছিল।

এ কারণে আমরা ওই বিমানটিকেও ভূপাতিত করতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। কারণ ড্রোন ভূপাতিত করার মাধ্যমে আমরা মার্কিন বাহিনীকে কেবল সতর্ক বার্তা দিতে চেয়েছি। জেনারেল হাজিযাদেহ আরো বলেন, মার্কিনীরা জানিয়েছে- গত সপ্তাহেও আমরা তাদের একটি ড্রোনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলাম কিন্তু ভূপাতিত করতে পারিনি।

কিন্তু বাস্তবতা হচ্ছে- আমরা ওই ড্রোনটিকে ভূপাতিত করতে চাইনি, শুধুমাত্র সতর্ক করতে চেয়েছিলাম বলে ইচ্ছে করেই আমাদের ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করেছি। কিন্তু মার্কিনীরা আমাদের সতর্কবার্তাকে সঠিকভাবে গ্রহণ করেনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে