শনিবার, ২২ জুন, ২০১৯, ০৭:৫২:০৭

একের পর এক সৌদির ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

একের পর এক সৌদির ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আরও একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী। ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ও তাদের মিত্ররা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে।

শুক্রবার ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর হুদাইদার ওপর দিয়ে ওড়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। হুথি আনসারুল্লাহ মিডিয়া ব্যুরো এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এর আগেও কয়েকটি সৌদির ড্রোন ভূপাতিত করে ইয়েমেন বলে তারা জানান।

তারা জানায়, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ও তাদের মিত্ররা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতিত করে। হুদাইদা প্রদেশের আল-ফাজাহ এলাকার আকাশে গুপ্তচরবৃত্তি করার সময় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র তাতে আঘাত হানে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়েমেনি সেনাদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছিলেন, সৌদি আরবের ড্রোন ও সামরিক স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা হামলা চালায় তাদের বাহিনী। এসব হামলায় ইয়েমেনের এক স্কোয়াড্রন কাসেফ-২কে কম্ব্যাট ড্রোন অংশ নেয়। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে