আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে নিহত হলেন ১৪ জন, গুরুতর আহত ৫০জন৷ অনুষ্ঠানস্থলের প্যান্ডেল ভেঙেই এই বিপত্তি৷ তীব্র হাওয়ার গতিবেগে ঘটে এই দুর্ঘটনা৷ হাওয়ার দাপটেই ভেঙে যায় প্যান্ডেল৷ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই৷
ভারতের রাজস্থানের বারমের শহরের এই ঘটনা৷ রাম কথার আয়োজন করা হয়েছিল বারমেরের জসোলে৷ সেখানেই ভরা ময়দানে ভয়ঙ্কর হাওয়ায় লন্ডভন্ড হয়ে গেল সব৷ প্যান্ডেল ভাঙতে হুড়মুড়িয়ে পড়লেন সকলে৷
তাতে প্রাণ গেল ১৪ জনের, ৫০ জন আহত হয়েছেন৷ সরকারিভাবে মৃত ও আহতের সংখ্যা ঘোষণা করেছেন অ্যাডিশনাল এসপি খিনব সিং৷ আহতদের স্থানীয় হাসপাতলে ভর্তিও করা হয়েছে৷
ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ও আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন৷