বুধবার, ২৬ জুন, ২০১৯, ১২:১৭:৩৮

অস্ট্রেলিয়া জেতায় বাংলাদেশের পৌষমাস, ইংল্যান্ডের সর্বনাশ

অস্ট্রেলিয়া জেতায় বাংলাদেশের পৌষমাস, ইংল্যান্ডের সর্বনাশ

স্পোর্টস ডেস্ক : প্রবাদে আছে, কারও পৌষমাস, তো কারও সর্বনাশ। আজকের ম্যাচে ৬৪ রানে অস্ট্রেলিয়া জেতায় বাংলাদেশের জন্য পৌষমাস আর ইংল্যান্ডের জন্য হল সর্বনাশ! সেমিফাইনালের পথ আটকে গেল ইংল্যান্ডের। 

অস্ট্রেলিয়া বিপক্ষে জিতলে সেমিতে যেতে এক ধাপ এগুতে পারত ইংলিশরা। কিন্তু তা আর হল না বরং বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভবনাই প্রবল হয়ে গেল স্বাগতিকদের। 

অস্ট্রেলিয়ার দেওয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাটে নেমে শুরুতেই শূণ্য রানে উইকেট হারিয়ে জোর ধাক্কা খায় ইংল্যান্ড। সেই ধাক্কা আর খাটিয়ে উঠতে পারেনি ইংরেজরা।

দলীয় ৫৪ রান ওঠাতে গিয়ে একে একে প্রথম সারির চার উইকেট হারিয়ে চলতি বিশ্বকাপের ৩য় পরাজয়ের সামনে এসে পড়ে বর্তমান সময়ে টপ ফেবারিট খ্যাত ইংল্যান্ড।

শুরুতেই প্রথম ওভারের ২য় বলে জেমস ভিন্সকে বোল্ড করে অস্ট্রেলিয়ার বড় সাফল্য এনে দেন জেসন বেহেনড্রফ। এরপর ৩.৩ ওভারের মাথায় দলীয় ১৫ রানে জো রুটকে এলভিডব্লিউ করে সাজ ঘরে ফেরান মিশেল স্টার্ক।

দলীয় ২৬ রানে ৫.৫ ওভারের মাথায় ফের আঘাত হানেন মিশেল স্টার্ক। এবার তার শিকার হন মরগান। দলীয় ৫৩ রানে ১৩.৫ ওভারের মাথায় ২য় সাফল্য পান জেসন বেহেনড্রফ। ওপেনার জনি বেয়ারস্টোকে ২৭ রানে সাজ ঘরে ফেরান তিনি। 

বেন স্ট্রোকের ৮৯ রানে এক অসাধারণ ইনিংসের সুবাদে কিছুটা সমান রক্ষা করতে পেরেছে ইংল্যান্ড। ৪৪ ওভার ৪ বলে ২২১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড, ৬৪ রানে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। জেসন বেহেনড্রফ ৫টি, মিশেল স্টার্ক ৪টি ও মার্কাস স্টয়নিস ১টি উইকেট পান।

এর আগে চলতি বিশ্বকাপে যে দুটি ম্যাচ হেরেছে ইংল্যান্ড, দুটিই রান তাড়া করে। আজকেরটাও রান তাড়া করে হারতে হল! বিশেষ করে বাংলাদেশের সমর্থকেরা এই ম্যাচে খুব করে চাইছিল অস্ট্রেলিয়া যেন জেতে।

কারণ আজকের ম্যাচ হারলে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায়ের সম্ভবনাই প্রবল হবে। আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারবে ইংল্যান্ড তাও আবার প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ড। যাদের এখনো বিশ্বকাপের চলতি আসরে কেউ হারাতে পারেনি। তাদের সাথে দুটি ম্যাচেই জয় পাওয়া অসম্ভব ছাড়া আর কিছু না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে