বুধবার, ২৬ জুন, ২০১৯, ১১:৩৮:৩৯

শীতপ্রধান ইউরোপে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

শীতপ্রধান ইউরোপে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ায় ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ফ্রান্সে। দেশটিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করায়, জারি করা হয়েছে ‘অরেঞ্জ আ্যালার্ট’ বা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা।

তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। দেশটিতে, অচিরেই তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রেও চলছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র এই দাবদাহ।

কেবল মানুষ নয়, ইউরোপ জুড়ে তীব্র দাবদাহের প্রভাব পড়েছে চিড়িয়াখানার প্রাণীর ওপরও। আর তাই প্রচণ্ড গরম থেকে অস্ট্রিয়ার ভিয়েনা চিড়িয়াখানার ওরাংওটাংটিকে একটু স্বস্তি দিতে পানি ছিটাতে দেখা যায় কর্তৃপক্ষকে। পানির পরশে যেন মুহূর্তেই প্রাণ ফিরে পায় সে। এমনকি পানি নিয়ে খেলতেও দেখা যায় সেখানকার আরেক ওরাংওটাংকে। গরম থেকে স্বস্তি পেতে কোনটিকে আবার ভেজা কম্বলের নিচেও আশ্রয় নিতে দেখা গেছে। দেশটিতে, গেল কয়েকদিন ধরেই ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা বিরাজ করছে।

একই চিত্র দেখা গেছে জার্মানির বার্লিন চিড়িয়াখানাতেও। প্রচণ্ড গরমের হাত থেকে প্রাণীদের বাঁচাতে সেখানেও লম্বা নল দিয়ে ছিটানো হচ্ছে পানি। এছাড়া পশুপাখিকে সুস্থ রাখতে পান করানো হচ্ছে প্রচুর পরিমাণে পানি।

চিড়িয়াখানার রক্ষী টবিয়াস রেইড জানান, তীব্র দাবদাহ থেকে প্রাণীদেরকে শীতল রাখতে নিয়মিতভাবেই চিড়িয়াখানার কর্মীরা তাদেরকে পানি ছিটাচ্ছে। গরমের কারণে হাতিগুলোকে প্রচুর পরিমাণে পানিও পান করাতে হচ্ছে। একেকটি হাতি দিনে প্রায় ১০০ লিটার পানি পান করছে। গরমের হাত থেকে রক্ষায় তাদেরকে বিশেষ এক ধরনের মাটি মিশ্রিত কাদার মধ্যে রাখা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে