আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনে বোমা আতঙ্কে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করেছে। বোমাতঙ্কের খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তবে ভারতীয় বিমানটি নিরাপদই অবতরণ করে।
বৃহস্পতিবার মুম্বাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৯১ বিমানটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইটটির সতর্ক অবতরণ করার পর রানওয়ে সম্পূর্ণরূপে পুনরায় চালু করা হয়েছে।
স্ট্যানস্টেড বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার কারণে যে কোনো অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং ধৈর্য ধরার জন্য যাত্রীদের ধন্যবাদ জানাই।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বোমার আতঙ্কের পর বেসামরিক বিমানটিকে আটকানোর জন্য সুপারসনিক গতিতে টাইফুন বিমান মোতায়েন করা হয়েছিল।
এদিকে বোমাতঙ্কের খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। হুড়োহুড়ি শুরু হয়ে যায় আতঙ্কিত যাত্রীদের মধ্যে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, যাত্রীদের নামিয়ে আনার জন্য দুটো র্যাফ টাইফুন ফাইটার জেট ব্যবহার করা হয়।