বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯, ০৯:৪৬:৫৯

বড় কূটনৈতিক জয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত

বড় কূটনৈতিক জয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বড় কূটনৈতিক জয় পেল ভারত। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার ক্ষেত্রে ভারতকে সমর্থন করলো এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৫৫টি দেশই। এমনকি চীন এবং পাকিস্তানও সমর্থন করেছে ভারতকে। 

এর ফলে, নিরাপত্তা পরিষদের ওই গুরুত্বপূর্ণ ও মর্যাদাজনক সদস্যপদ পেতে ভারতকে কোনও ভোটাভুটির লড়াইয়ে পড়তে হল না। এর আগে ভারতকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ পেতে হয়েছিল ভোটাভুটির মাধ্যমে, লড়াই করে।

বুধবার সকালে টুইট করে এই সুখবর জানিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। সমর্থনের জন্য এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৫৫টি দেশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হবে ২০২১ এবং ২০২২ সালের জন্য।

বাকি ৯টি আসনে কোন কোন দেশ অস্থায়ী সদস্যপদ পাবে, তা চূড়ান্ত হবে আগামী বছরের জুনের ভোটাভুটিতে। কিন্তু কোনওবারই ভারত ভোটাভুটি ছাড়া নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হতে পারেনি। এই প্রথম ওই সদস্যপদ পেতে ভারতকে কোনও লড়াই করতে হল না। 

যে ৫৫টি দেশ ভারতকে সমর্থন করেছে, তাদের মধ্যে রয়েছে- আফগানিস্তান, বাংলাদেশ, চীন, পাকিস্তান, সৌদি আরব, ভুটান, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, সিরিয়া, কাতার, তুরস্ক, কিরঘিজস্তান, মায়ানমার, সংযুক্ত আরব আমিররাত ও ভিয়েতনামের মতো তৃতীয় বিশ্বের দেশগুলি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে