আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে স্বল্প যুদ্ধে বিশ্ব মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, তেহরানের সঙ্গে স্বল্প সময়ের যুদ্ধ ধারণা সম্পূর্ণ কাল্পনিক।
বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ইরানের যুদ্ধ যুদ্ধ স্বল্পকালীন হবে বলে যে দৃষ্টিভঙ্গি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করছেন, তা অবাস্তব। আর মুছে ফেলার হুমকি পুরোপুরি গণহত্যার হুমকির শামিল। খবর ইয়েনি শাফাকের।
মোহাম্মদ জাবেদ জারিফ টুইটার বার্তায় বলেন, বিলোপসাধন= গণহত্যা= যুদ্ধাপরাধ। ইরানের সঙ্গে স্বল্প যুদ্ধ ধারণা কাল্পনিক। এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, আলোচনার পথ বন্ধ, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।
তিনি আরও বলেন, ‘আমি শুধু বলছি, যদি কোনো ঘটনা ঘটাই, এটি বেশি বড় হবে না।’ এর আগে মঙ্গলবার ট্রাম্প বলেন, আমেরিকার যে কোনো হামলা ইরানকে মুছে ফেলতে পারে।
চার বছর আগে ২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু চুক্তি করেছে ইরান। তবে এ চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র তাদেরকে সরিয়ে নেয়। এরপর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন।
পরবর্তীতে পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন ড্রোন ইরান ভূপাতিত করার পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত সপ্তাহের সোমবার ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রশাসন। এ নিষেধাজ্ঞার আওতায় তেহরানের সর্বোচ্চ নেতা খামেনির কার্যালয় রয়েছে।