শুক্রবার, ২৮ জুন, ২০১৯, ০৬:১৪:৪০

'ইরানের দিকে একটি গুলি ছোড়ারও সাহস নেই যুক্তরাষ্ট্রের'

'ইরানের দিকে একটি গুলি ছোড়ারও সাহস নেই যুক্তরাষ্ট্রের'

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের দিকে একটি গুলি চালানোরও সাহস রাখে না।

ইরানের সামরিক শক্তি ও দৃঢ়তার কারণেই তারা ইরানে হামলার সাহস করে না বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াযদ প্রদেশে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আলী ফাদাভি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে সব ধরণের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ইরানের ওপর ইরাকের তৎকালীন সাদ্দাম সরকারের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর ৩০ বছর পেরিয়ে গেছে। কিন্তু এখনও হুমকির অবসান ঘটেনি। 

ইরানের ইসলামি বিপ্লবের পেছনে শহীদদের রক্তের ভূমিকার প্রতি ইঙ্গিত করে বলেন, ইসলামি বিপ্লবের পথে ইরানের আইআরজিসি'র ৪০ হাজার এবং স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক লাখ সদস্য শহীদ হয়েছে। 

আইআরজিসি এর আগেও বলেছে, ইরানের দিকে একটি গুলি ছোড়া হলে গোটা মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে এবং সেই আগুনে আমেরিকা ও তার মিত্ররা পুড়ে শেষ হয়ে যাবে। 

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা নানা ধরণের হুমকি অব্যাহত রাখায় আইআরজিসি'র পক্ষ থেকেও পাল্টা বক্তব্য দেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে