শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ১১:৩৬:১৩

কাঠগড়ায় আইএমএফ প্রধান

কাঠগড়ায় আইএমএফ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ম ভেঙে ফ্রান্সের এক প্রভাবশালী ব্যবসায়ীকে প্রচুর অর্থ পাইয়ে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের প্রধান ক্রিস্টিন লাগারদেকে। আট বছর আগের ঘটনা। লাগারদে সেই সময় ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি সরকারের অর্থমন্ত্রী ছিলেন। কী পরিমাণ অর্থ? আর তা কাকে পাইয়ে দিয়েছিলেন লাগারদে? তার বিরুদ্ধে অভিযোগ, প্রভাবশালী ফরাসি ব্যবসায়ী বার্নার্ড তাইপেকে ৪০৪ মিলিয়ান ইউরো বা ৪৩৮ মিলিয়ান মার্কিন ডলার পাইয়ে দিয়েছিলেন ফ্রান্সের তদানীন্তন অর্থমন্ত্রী লাগারদে। ১৯৯৩ সালে ওই ব্যবসায়ী তাইপে বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম সংস্থা ‘অ্যাডিডাস’-এ থাকা তার বড় অঙ্কের শেয়ার ছেড়ে দিয়েছিলেন। তদানীন্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর সমাজতন্ত্রী সরকারের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার জন্য। পরে ২০০৭ সালে নির্বাচনে জিততে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকেও প্রচুর সাহায্য করেছিলেন তাইপে। ‘অ্যাডিডাস’-এর বড় অঙ্কের শেয়ার ছেড়ে দেওয়ার ক্ষতি পুষিয়ে দিতেই তাইপেকে এই পরিমাণ অর্থ লাগারদে পাইয়ে দিয়েছিলেন। ফরাসি আদালত তাইপেকে সুদসহ ওই পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দিতে বলেছে। সূত্র: বিবিসি ১৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে