শনিবার, ২৯ জুন, ২০১৯, ০২:০০:৪৮

গৃহবধূর সঙ্গে পরকীয়া, জুতার মালা পরিয়ে ঝাঁটাপেটা

গৃহবধূর সঙ্গে পরকীয়া, জুতার মালা পরিয়ে ঝাঁটাপেটা

আন্তর্জাতিক ডেস্ক : মিথ্যা পরিচয় দিয়ে এক গৃহবধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিল এক তরুণ। শুধু তাই নয়, টাকা এবং গয়না হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কিন্তু তার মতলব বুঝতে বিশেষ দেরি হয়নি নারীর। তাই প্রতিশোধ নিতে ওই যুবককে বেঁধে ঝাঁটাপেটা করলেন তিনি। স্থানীয়রা তার সঙ্গে হাত মিলিয়ে ওই তরুণকে বেধড়ক মারধর করেছে। এরপর তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে। 

জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতার থানার কামারপাড়া গ্রামে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই তরুণের নাম সৌমিত্র। প্রায় ৬ বছর আগে বিয়ে হয়েছিল তার। সৌমিত্রের বাড়িতে রয়েছেন স্ত্রী, ৪ বছরের মেয়ে এবং মা। নিজের গাড়ি ভাড়া খাটায় সে। কাশীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে ফোনে যোগাযোগ হয় তার। গৃহবধূটি একটি বিউটি পার্লারে কাজ করেন। তার স্বামী পুরোহিত। ফোনে-ফোনেই প্রেমালাপ হতো তাদের। 

ওই নারীর দাবি, টাকা হাতানোর লক্ষ্যে গৃহবধূর সঙ্গে সম্পর্ক রাখছিলেন সৌমিত্র।  সৌমিত্র নিজেকে শিক্ষক ও অবিবাহিত পরিচয় দিয়েছিল। প্রায় একবছর ধরে গৃহবধূটির সঙ্গে সম্পর্ক ছিল তার। সৌমিত্র তাকে শর্ত দিয়েছিল, ১৫ ভরি সোনার গয়না এবং ১০ হাজার টাকা দিলে বিয়ে করবে। কিন্তু সাত দিন আগে গৃহবধূটি তার মতলব ধরে ফেলেন। তারপর তিনি ছক কষতে থাকেন কীভাবে প্রতারককে উচিত শিক্ষা দেওয়া যায়। পরিবার ও প্রতিবেশীদের জানিয়ে রীতিমতো জাল ফেলে ধরা হয় সৌমিত্রকে। বিয়ের মালার পরিবর্তে পড়ানো হয়েছে জুতার মালা। পোস্টে বেঁধে ঝাঁটাপেটাও করা হয় তাকে। এ কাজে স্থানীয়রাও সঙ্গে ছিলেন। সৌমিত্রকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে