শনিবার, ২৯ জুন, ২০১৯, ০৬:০৫:০৮

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইমরান খান

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ২০ জুলাই এ সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতরের বরাত দিয়ে ডন উর্দূ জানিয়েছে, আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রী ইমরান খান ওয়াশিংটন সফর করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশিসহ অন্যান্যদেরও থাকার কথা রয়েছে।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন মাসেই প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু বাজেটের কারণে এ মাসে যাওয়া সম্ভব হয়নি।

মাহমুদ কোরেশি আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অন্যান্য দায়িত্বশীলদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্তপূর্ণ আলোচনা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে