সোমবার, ০১ জুলাই, ২০১৯, ০৬:০১:৩৪

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরাইলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরাইলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান দিয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এ ঘটনায় বেশ কয়েক জন নিহত ও ২৭ জন গুরত্বর আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। 

এতে বলা হয়েছে দামেস্ক এ হামলা চালানো হয়। সিরিয়ার সামরিক বাহিনী বলছে, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী লেবাননের আকাশসীমা থেকে হামলার মুখোমুখি হয়েছে।

ইসরাইল সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-ইকবারিয়া বলছে, ইহুদিদের হামলায় দক্ষিণ দামেস্কের শাহনায়া এলাকায় হামলায় চারজন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে একজন শিশুও রয়েছে।

দেশটির সংবাদ সংস্থা সানা জানায়, এ হামলায় ২১ জন মানুষ আহত হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়ার বিমানবাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে