আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি পররাষ্টমন্ত্রী ইয়াসরাইল ক্যাটেজ বৈঠক করেছেন। সোমবার ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ইরানের পারমাণবিক শক্তির হুমকি, দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং এই অঞ্চলের সন্ত্রাসী দমনে সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়েছে।
ইসরাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াসরাইল ক্যাটেজ জাতিসংঘের পরিবেশ সম্মেলনে যোগ দিতে রোববার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাটেজ আঞ্চলিক শান্তির একটি খসড়া উপস্থাপন করেন। এর উদ্যোগে পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে তার দেশের অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্কের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে জর্ডান হয়ে রেল নেটওয়ার্ক ও ভূমধ্যসাগর এলাকায় হাইফা বন্দর।
ওই সফরে আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে। এর মধ্যে, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক উন্নয়নে দুই দেশের মধ্যে উচ্চপ্রযুক্তি, কর্মশক্তি, কৃষি এবং পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
ক্যাটেজ জাতিসংঘের সম্মেলনের অংশ হিসেবে আমিরাতের জলবায়ু সম্মেলনে দুই দিনের সফরে যান। এ সময় তার সঙ্গে জাতিসংঘের মহাসচিব উপস্থিত ছিলেন। ক্যাটেজ বলেন, আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরাইলের স্বার্থ নিয়ে মুখোমুখি প্রতিনিধিত্ব করায় আমি আবুধাবির এখানে দাঁড়িয়ে উত্তেজনা অনুভব করছি।
তিনি বলেন, আমি প্রধনামন্ত্রী নেতানিয়াহুর স্বাভাবিক নীতি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য কাজ করে যাব। যাতে আমাদের নেতৃত্ব শক্তিশালী হয়।