আন্তর্জাতিক ডেস্ক : চলতি বিশ্বকাপের ৪০তম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি। ম্যাচটি শুরুর পূর্বেই পশ্চিমবঙ্গে বিধানসভায় দাড়িয়ে বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জী বললেন ‘ওরা আমাদের বন্ধু দেশ।’
তিস্তার জল দিতে না পারায় বাংলাদেশ আমাদের ইলিশ দিচ্ছে না। বর্ষার শুরুতে কলকাতার বিধানসভায় এমনই আক্ষেপের সুর শোনা গেল রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর গলায়। পাশাপাশি এদিন তিনি রাজ্য কয়েক বছরের মধ্যেই মাছ উত্পাদনে স্বনির্ভর হবে বলে আশ্বস্তও করেন।
মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 'বাঙালি মাছে ভাতে থাকতে ভালোবাসে। কিন্তু বাংলাদেশকে আমরা তিস্তার জল দিতে পারিনি। তাই ওরা আমাদের ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিয়েছে। ওরা আমাদের বন্ধু দেশ। কিন্তু জল নেই তো কোথা থেকে দেব?'
বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, 'আমরা ইলিশ মাছ নিয়ে রিসার্চ সেন্টার করেছি। আমাদের বাংলায় এখন ইলিশ মাছের অভাব নেই। আগামী দিনে রিসার্চ শেষ হলে গোটা দেশে আমরা ইলিশ সরবরাহ করতে পারব। দু-এক বছরের মধ্যে আর বাইরে থেকে আনতে হবে না মাছ।'