বুধবার, ০৩ জুলাই, ২০১৯, ১২:০৭:০৪

উৎসবের জন্য মসজিদের আজান ও নামাজ বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী

উৎসবের জন্য মসজিদের আজান ও নামাজ বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : মসজিদ আল ইবরাহিমি বা ইবরাহিমি মসজিদ। যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত। বছরের বিভিন্ন সময়ই মসজিদটিতে আজান দেয়া ও নামাজ পড়া বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি ওয়াক্ফ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণী থেকে জানা যায় যে, জানুয়ারি ২০১৯ থেকে জুন পর্যন্ত গত ৬ মাসে মসজিদটিতে ২৯৪ বার আজানে বাধা দেয়া হয়েছে। গত এপ্রিলেও একাধারে কয়েকটি নামাজও বন্ধ রাখা হয়েছিল।

ইসরাইলি কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনী দ্বারা হজরত ইবরাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এ পবিত্র মসজিদটিতে আজান ও নামাজ পড়ায় প্রতিনিয়ত বাধা দিয়ে থাকে। তাদের যে কোনো অনুষ্ঠানের সময় মসজিদে আজান দেয়া তো দূরের কথা, নামাজই বন্ধ করে দেয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে