ভয়াবহ তাপমাত্রা নিয়ে আসছে ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব শুধু আমাদের দেশেই পড়েনি বরং তা উন্নত বিশ্বেও ছোঁয়া দিয়েছে। ইউরোপের দেশগুলো যখন আশা করে বসে আছে যে, এবারের ক্রিসমাসটা হবে শীতে মোড়ানো, ঠিক তখন বৃটেনের আবহাওয়া অফিস বলছে, আগামী ২০১৬ সালটাই নাকি হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ।
মেটেওরলজি অফিস জানায়, ২০১৬ সালের তাপমাত্রা বছরের গড় তাপমাত্রা অপেক্ষা ০.৭২-০.৯৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। বহু বছর ধরে এ ক্রিসমাসের গড় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়ে আসছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে হাফিংটন পোস্ট।
২০১৫ সালের গড় তাপমাত্রা যতটা হবে আশা করা হয়েছিল, নতুন রিপোর্টে বলা হয়েছে, ২০১৬ সালের গড় তাপমাত্রা ০.৫২-০.৭৬ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। এটা ১৯৬১-১৯৯০ সালের মধ্যে গড় তাপমাত্রার চেয়ে বেশি। এমনকি এ বছরের তাপমাত্রা ওই গড় তাপমাত্রার চেয়ে ০.৭২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এটা মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল। যার জন্যে দায়ী মানুষ। প্যাসিফিকের উষ্ণতা বদলে গেছে। তার তারই প্রভাবে আগামী বছর তাপমাত্রা বৃদ্ধি পাবে এ অঞ্চলে।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল