আন্তজাতিক ডেস্ক : বিশ্বকাপের ম্যাচ চলাকালীন স্টেডিয়াম থেকে পাকিস্তান-পন্থী স্লোগান দিয়ে নজরে পড়লেন এক নারী। তিনি নিজেকে ভারতের গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা বলে দাবি করেন। খবর ইন্ডিয়াটাইমসের।
পাকিস্তানে পতাকা নিয়ে পাকিস্তান-পন্থী স্লোগান ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করেন তিনি। এই মহিলার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে ভিডিওটি বিশ্বকাপ চলাকালীনই কিনা নাকি আরও পুরানো ভিডিও তা স্পষ্ট নয়। ভিডিওয় দেখা যাচ্ছে, ওই মহিলা পাকিস্তানের পতাকা নিয়ে বিখ্যাত পাক-সমর্থক চাচা ক্রিকেটের সঙ্গে সেলফি তুলতে চান। পাক সমর্থকদের সঙ্গে গিয়ে কথা বলেন তিনি।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে তার খোঁজে নামে গুজরাতের ক্রাইম ব্রাঞ্চ। তবে এখনও পর্যন্ত ওই মহিলার বাড়ি বা তার পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ইংল্যান্ডের বাসিন্দা হতে পারেন বলেও মনে করছেন অনেকে।