বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০১৯, ০৪:৪১:০৫

রথযাত্রায় নুসরাতকে নিয়ে রথ টানলেন মমতা ব্যানার্জী

রথযাত্রায় নুসরাতকে নিয়ে রথ টানলেন মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ জুড়ে রথযাত্রাকে কেন্দ্র করে যখন চলছে রাজনীতির দড়ি টানাটানি, ঠিক তখনই বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানকে পাশে নিয়ে, ইসকনের রথযাত্রার সূচনার আগে আরও একবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এবার ইসকনের রথযাত্রা ৪৮ বছরে পড়ল। গত বারের মত এবারেও ইসকনের রথযাত্রার দড়িতে টান দিয়ে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার অ্যালবার্ট রোডে ইসকনের রথে যান মুখ্যমন্ত্রী মমতা। সঙ্গে ছিলেন নুসরাত জাহান ও তার স্বামী ব্যবসায়ী নিখিল জৈন, অভিনেতা সোহম সহ অন্যান্যরা। 

এদিন ইসকনের রথের আরতি সেরে মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা সম্প্রীতির যাত্রা। রাজ্য সহ দেশের সব প্রান্তের মানুষ জাত, ধর্ম নির্বিশেষে এই উৎসবে যোগদেন। রাজ্যে যার ঐতিহ্য দীর্ঘদিনের। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যেদিয়ে আরও একবার রাজ্যের মানুষের কাছে সম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার আহ্বান করেন। 

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার নবদ্বীপ ও মায়াপুর দুটি স্থানকেই হেরিটেজ টাউন হিসাবে গড়ে তুলছে অতি দ্রুতার সঙ্গে। পাশাপাশি ইসকন মন্দির ও তাদের উদ্যোগের এদিন আবারও প্রসংশা করেন মুখ্যমন্ত্রী। এরপরই রথেক চাকায় জল ছিটিয়ে রথযাত্রার সূচনা করেন তিনি। 

অন্যদিকে, মুসলিম ধর্মাবলম্বী হয়েও একজন ভিনধর্মীকে বিয়ে করায় মৌলবাদী আক্রমণের মুখে পড়েন টলিউড অভিনেত্রী ও প্রথমবারের সাংসদ নুসরাত। তার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র পরে সংসদে আসা ভালো চোখে নেয়নি অনেকেই। তবু ট্রোলের মুখে দাঁড়িয়েও জোর গলায় নিজের কথা জানিয়েছেন নুসরাত। 

আর তাতেই মুগ্ধ হয়ে নুসরাতকে রথযাত্রায় আমন্ত্রণ জানিয়েছিল ইসকন। সেই মত এদিন রথ যাত্রায় উপস্থিত হয়ে আরও একবার ইসকনের সুরে সুর মিলিয়ে তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে সাম্প্রদায়িক সম্প্রীতিরই বার্তা দিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে