আন্তর্জাতিক ডেস্ক : জাবাল আল-তারিকে অবৈধভাবে ইরানি তেল ট্যাংকার জব্দের অভিযোগে তেহরানে ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার তাকে ইরান তলব করেছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার দায়ে ট্যাংকারটি জব্দ করেছে স্পেনের দক্ষিণে যুক্তরাজ্যের অধীনস্ত অঞ্চল জাবাল আল-তারিক। অঞ্চলটির প্রধানমন্ত্রী ফাবিয়ান পিকার্ডোর বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।
বৃহস্পতিবার সকালে দ্য গ্রেস-১ নৌযানটিকে বাধা দেয় জাবাল আল-তারিকের পুলিশ ও শুল্ক সংস্থাগুলো। তাদের সহায়তা করেছে ব্রিটেনের রয়াল মেরিনসের ছোট একটি দল।
এক বিবৃতিতে পিকার্ডো বলেন, জাহাজটি সিরিয়ার বায়ানাস পরিশোধনাগারে অপরিশোধিত তেলের চালান নিয়ে যাচ্ছিল বলে বিশ্বাস করার মতো প্রমাণ আমাদের হাতে রয়েছে। ওই পরিশোধনাগারটি এমন একটি দেশের সম্পদ, যেটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা রয়েছে।
গ্রেস-১ জাহাজটি পানামার পতাকা বহন করছিল। পিকার্ডো জানান, ‘আমরা নৌযানটি এবং সেটির কার্গোটি জব্দ করেছি।’ ২০১১ সালের শেষ দিক থেকে সিরিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এছাড়াও ২৭৭ সিরীয় কর্মকর্তার বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞা চলছে।