বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০১৯, ১১:৫৯:৩১

সেতুর কাজে অনিয়ম, প্রকৌশলীর মাথায় কাদা ঢাললেন এমপি

সেতুর কাজে অনিয়ম, প্রকৌশলীর মাথায় কাদা ঢাললেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র প্রদেশের এক বিধানসভা সদস্য সেতু নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে অনিয়মের অভিযোগ পাওয়ায় প্রকৌশলীর মাথায় কাদা ঢেলে তাকে তিরস্কার করেছেন। ওই এমপি একা নন তার সঙ্গে থাকা সমর্থকরাও সেসময় তাকে অনুসরণ করে ওই প্রকৌশলীর মাথায় কাদা ঢালেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাদেশিক গণপূর্ত দফতরের প্রকৌশলীর মাথায় বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেয়ার কাজটি করেছেন কংগ্রেস দলীয় এম নীতেশ রাণে ও তার সমর্থকরা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রের প্রদেশের মুম্বাই-গোয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ঘটনার শিকার প্রকৌশলীকে সেতুর ওপরই কাদাভর্তি কয়েক বালতি পানি মাথায় ঢেলে দেয়া হচ্ছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিরোধী দল কংগ্রেসের হয় ওই এমপি। তবে এমন কাজ করার পেছনে আরও একটি কারণ আছে। তিনি শুধু কংগ্রেসের বিধায়ক নন, তিনি মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রাণের ছেলে।

বৃহস্পতিবার নীতেশ রাণে তার সংসদীয় এলাকার কঙ্কাভেলি নামক স্থানে একটি সেতু সংস্কারের কাজ পরিদর্শনে যান। কিন্তু সেতুর কাজে নিম্নমান এবং সড়কের ওপর একাধিক গর্ত দেখে ক্ষুব্ধ হন তিনি। তারপর পাশে থাকা সমর্থকদের নিয়ে নির্বাহী প্রকৌশলীর মাথায় এবং শরীরে বালতি ভর্তি কাদাপানি ঢেলে দেন।

গত ২৬ জুন উচ্ছেদ অভিযান নিয়ে এক কর্মকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে শিরোনাম হন দেশটির অপর এক এমপি। ক্ষমতাসীন দল বিজেপির ওই এমপিকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে