শুক্রবার, ০৫ জুলাই, ২০১৯, ০৫:১০:০৯

শপিংমলের আইসক্রিম নিয়ে এক নারীর কাণ্ড!

শপিংমলের আইসক্রিম নিয়ে এক নারীর কাণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিং মলের গত সোমবারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে যে দৃশ্য ধরা পড়েছে তা দেখে রীতিমতো অবাক ও বিরক্ত হয়েছে মানুষজন। ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

টুইটারে পোস্ট হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শপিং মলের ফ্রিজ থেকে একটি আইসক্রিম বক্স বের করেন এক নারী। এরপর তিনি বক্সটির ঢাকনা খুলে আইসক্রিমটি কয়েকবার চেটে নিয়ে বক্সের ঢাকনা আটকে সেটি আবার ফ্রিজে রেখে দেন। গোটা বিষয়টাই যে মজা করে করা হয়েছে, তা স্পষ্ট। ভিডিওটিতে অন্য এক নারীর কন্ঠস্বর শোনা গেছে, যিনি গোটা ঘটনায় উৎসাহ জুগিয়েছেন।

ভিডিওটি ভাইরাল হতেই এই দুই নারীর মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একজন মন্তব্য করেছেন, ‘এ কী ধরণের বিকারগ্রস্ত আচরণ?’ অনেকে আবার আইসক্রিমের জন্য আরও নিরাপদ, সুরক্ষিত মোড়কের প্রস্তাব দিয়েছেন। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে