মাঝ আকাশে নারী যাত্রীর সঙ্গে ঝামেলা, অতঃপর যা ঘটলো
আন্তর্জাতিক ডেস্ক: এক নারী যাত্রী বিমানে উঠে দিব্যি বসে পড়েছিলেন। কিন্তু তিনি যে আসনে বসেছিলেন সেটা ছিল অন্য এক নারী যাত্রীর। কিন্তু ওই আসনের যাত্রী বিমানে যখন উঠলো তখনই মূল ঝামেলাটা বেধে যায়। এমন ঝামেলা নিয়েই বিমান উড়লো আকাশে। কিন্তু মাঝ আকাশে সংশ্লিষ্ট যাত্রী নিজের আসন যখন বারবার ফেরত চাইতেই তাঁর কপালে জুটল ঘুষি। এমনকী ওই নারীর গলাও টিপে ধরেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৫৪ বছর বয়সী লরেন্স ওয়েলস। আর এই কীর্তির জন্য তাঁর ১০ বছর হাজতবাসও হতে পারে।
লস অ্যাঞ্জেলস থেকে সানফ্রান্সিসকো যাওয়ার জন্য বিমানে ওঠেন লরেন্স। নিজের আসন ফেরত চাওয়ায় ওই নারীকে মারধরের ঘটনা খুব সাধারণত শোনা যায় না। মাঝ আকাশে যাত্রীদের এই লঙ্কা কাণ্ডের জন্য বিমানটি আকাশে উড়ার ১০ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। ফিরে আসে লস অ্যাঞ্জেলসে। ওই নারী তাঁর আসন ফেরত চাওয়ায় লরেন্স খুবই ভেঙে পড়েছিলেন বলে বিমানের অন্য যাত্রীরা জানিয়েছেন।
১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল