আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় ইসকনের রথের রশি টেনে যাত্রার সূচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার তার সঙ্গে ছিলেন বসিরহাটের সাংসদ নুসরাত জাহান। রথযাত্রায় নুসরাতের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়।
তার অভিমত, হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন মমতা ব্যানার্জী। এদিন সাংবাদিক বৈঠকে মুকুল রায় বলেন, 'নুসরাতকে নিয়ে গিয়ে রথের দড়ি টানিয়েছেন মমতা। কারও ধর্মকে নিয়ে বলতে চাই না। কিন্তু হিন্দু সম্প্রদায়ের একজন বিদগ্ধ ব্যক্তি আমায় এনিয়ে প্রশ্ন করেছেন'। ওই ব্যক্তি কী প্রশ্ন করেছেন?
মুকুল বলেন, 'ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছেন, আমি আমার ধর্মীয় অবস্থানকে না পাল্টে হজে যেতে চাই। মুখ্যমন্ত্রী ব্যবস্থা করুন।'।
বৃহস্পতিবার ইসকনের রথযাত্রায় আমন্ত্রিত ছিলেন নুসরাত। মঙ্গলসূত্র, সিঁদুর ও চূড়ি পরে একেবারে নববধূর সাজে এসেছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। রথযাত্রার আগে নারকেল ফাটানো থেকে আম্রপল্লব দিয়ে চন্দনের জল ছেঁটানোর আচারও পালন করেন নুসরাত।
আর তার ধর্মীয় অবস্থান সম্পর্কে নুসরাত স্পষ্ট বলেন, ফতোয়া প্রসঙ্গে এদিন নুসরাত বলেন, 'এই ধরনের ভিত্তিহীন বিষয়ে মাথা ঘামাতে চাই না। আমার ধর্ম জানি। জন্ম থেকে আমি মুসলিম। এখনও তাই। এটা বিশ্বাসের ব্যাপার। হৃদয় দিয়ে অনুভব করতে হবে। মাথা খাটালে চলবে না।'