শনিবার, ০৬ জুলাই, ২০১৯, ০৯:৪০:৪৩

ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনীর হামলা, চলছে ব্যাপক গুলাগুলি

ভারতীয় সেনাবাহিনীর উপর পাকিস্তান সেনাবাহিনীর হামলা, চলছে ব্যাপক গুলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ভারত এবং পকিস্তানের সেনারা একে অপরকে লক্ষ ব্যাপক গোলাবর্ষণ করেছে। দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে শুক্রবার রাতে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল দিবেন্দর আনন্দ ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কর্ণেল দিবেন্দর আনন্দ আইএএনএসকে বলেছেন, শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে প্রদেশটির শীতকালীন রাজধানী জম্মুতে এই গোলাবর্ষণের ঘটনা ঘটে। পাকিস্তানের সেনারা যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে লাইন অব কন্ট্রোলে থাকা ভারতীয় সেনাদের ওপর মর্টার শেল নিক্ষেপ করে।

তিনি বলেন, ‘ভারতীয় সেনারা পাকিস্তানের সেই অতর্কিত আক্রমণের পর পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে যথাযথভাবে প্রতিশোধ গ্রহণ করছে।’ ওই এলাকার বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, সেখানে অনেক্ষণ ধরে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে