আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপি টানা দ্বিতীয়বার সরকার গঠনের পর দেশটিতে মুসলমানদের ওপর চলছে অত্যাচার-নির্যাতন। জোরপূর্বক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে বল প্রয়োগ ও নিরাপরাধ মুসলিম কিশোর, যুবক ও বৃদ্ধদের পিটিয়ে জখম করে চলেছে।
এসব ঘটনার প্রতিবাদে জমিয়তে ওলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি উগ্র কট্টর হিন্দুত্ববাদীদের নির্যাতন প্রতিরোধে মুসলমানদের আত্মরক্ষা ও পাল্টা প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মাহমুদ মাদানি এক ভিডিও বার্তা বলেন, ‘মুসলমানদের আত্মরক্ষার অধিকার রয়েছে। উগ্রপন্থীদের কাছে হার মানার কোনো কারণ নেই। এতে তারা (উগ্রপন্থীরা) আরও উৎসাহিত হয়ে ওঠবে। নিজেকে রক্ষা করার অধিকার সবার আছে।
তিনি আরও বলেন, ‘কোথাও কোনো সমস্যা হলে তা এড়িয়ে যাবেন। উগ্রপন্থী হিন্দুদের সঙ্গে প্রথমেই বিরোধে যাওয়ার দরকার নেই। কিন্তু সে সমস্যা থেকে এড়িয়ে যাওয়ার সুযোগ না থাকলে পাল্টা প্রতিরোধ গড়ে নিজেকে রক্ষা করুন।
ভিডিও বার্তায় তিনি আরও বলেন, মুসলিম যুবকদের বলব, সাহস সঞ্চয় করুন। প্রয়োজনে তাদের সাবধান করে দিন। যদি একাও আক্রান্ত হন তবুও সেখান থেকে পিছিয়ে আসা যাবে না। যুক্তি তর্কের মুখোমুখি হলেও নিজের মেধা খাটাতে দ্বিধা করবেন না। যে কোনো কঠিন পরিস্থিতি হাসি মুখে নিয়ন্ত্রণের প্রস্তুত থাকুন।
সর্বোপরি আত্মরক্ষার সব প্রচেষ্ট ব্যর্থ হলে জীবন-মৃত্যুর ভয় করবেন না। কেননা ভয় পেলেই উগ্রপন্থীরা সুযোগ নেবে। তারা নির্যাতনের সাহস পেয়ে যাবে। তাই নিজের আত্মরক্ষার অধিকারেই প্রতিরোধের চেষ্টা করুন।