রবিবার, ০৭ জুলাই, ২০১৯, ১০:০৮:৩১

ফিল্মি স্টাইলে প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে প্রেমিকের ভয়ঙ্কর পরিণতি!

ফিল্মি স্টাইলে প্রেমিকার বিয়ে ঠেকাতে গিয়ে প্রেমিকের ভয়ঙ্কর পরিণতি!

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের মূল্য দিতে গিয়ে প্রাণ দিতে হল প্রেমিককে। প্রেমিকার বাড়ির লোকজনের পিটুনিতে মৃত্যু হল ওই যুবকের। ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার।

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল দিনক্ষণও। বিয়ে রুখতে আপ্রাণ চেষ্টা করেছিলেন হুগলির পাণ্ডুয়ার মহাদেবপুরের যুবক মিরাজ মোহাম্মদ। প্রেমিকার বাড়ি গিয়ে বিয়ে না দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন মিরাজ। কিন্তু তার ফল হল মর্মান্তিক।

মিরাজের অনুরোধ শুনেই রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে প্রেমিকার পরিবারের লোকজন। তারা বেধড়ক মারধর করে মিরাজকে। মার খেয়ে অচেতন হয়ে পড়ে মিরাজ। হাসপাতালে নিয়ে গেল তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

মিরাজের প্রতিবেশীদের অভিযোগ, ছেলে-মেয়ে দুজন দুই জনকে ভালোবাসতো। কিন্তু মেয়ের বাবা বিয়ে দিতে রাজি নন। ছেলে মেয়ের বাড়িতে দু-একবার বিয়ের কথা বললেও মেয়ের বাড়ির লোকজন তার অন্যত্র বিয়ে ঠিক করে। সেসব শুনে ফের মেয়ের বাড়িতে যায় মিরাজ। তারপরই মেয়ের বাপ ও অন্যান্য লোকজন মিরাজকে ধরে মারধর করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে