শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৪৩:৪৫

ওবামাকেও ছাড়িয়ে গেলেন যিনি

ওবামাকেও ছাড়িয়ে গেলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক : এবার ওবামাকেও ছাড়িয়ে গেল এক মার্কিনী যুবতী। টুইটারে ফলোয়ারের বিচারে তিনিই বিশ্বের এক নম্বরে। এখানে জনপ্রিয়তার নিরিখে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার থেকেও অনেক এগিয়ে। তিনি ৩১ বছর বয়সি মার্কিন পপ গায়িকাও অভিনেত্রী কেটি পেরি। চলতি বছরের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী বারাক ওবামার টুইটার ফলোয়ারের সংখ্যা ৬৩.৫৫ মিলিয়ন। আর কেটির ফলোয়ারের সংখ্যা ৭৪.৯২ মিলিয়ন। কেটি মূলত গায়িকা হলেও তার গ্ল্যামার হলিউডের কোনো নায়িকার থেকে কোনো অংশে কম নয়। এদিকে সংগীতশিল্পী হিসেবে বিশ্বে এ বছর সবচেয়ে বেশি আয় করেছেন কেটি পেরি। কেবল নারী সংগীতশিল্পীদেরই নন; তার সমসাময়িক পুরুষ সংগীতশিল্পীদেরও পেছনে ফেলেছেন তিনি। সবাইকে পেছনে ফেলে ফোর্বসের তালিকায় বিশ্বে এ বছরের সর্বাধিক আয়ের সংগীতশিল্পী হয়েছেন এই মার্কিন সংগীত তারকা। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী ২০১৫ সালে কেটি পেরি আয় করেছেন মোট ১৩৫ মিলিয়ন ডলার। পেরির এই আয়ের সিংহভাগই এসেছে সারা বছর বিশ্বব্যাপী গান গেয়ে। কেটি পেরি সংগীত নিয়ে তাঁর বিশ্ব সফরে প্রতিটি শহর থেকে আয় করেছেন আনুমানিক দুই মিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া ‘কভার গার্ল’ এবং ‘ক্লেয়ার’ এর মতো নামকরা আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গেও বড় চুক্তি রয়েছে তার। সেখান থেকেও বিপুল পরিমাণ আয় করেছেন তিনি। ১৮ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে