বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯, ০২:৫৫:৪০

ঈদে কোরবানি না দেয়ার অনুরোধ ভারতের মন্ত্রীর, দিলেই আটক

ঈদে কোরবানি না দেয়ার অনুরোধ ভারতের মন্ত্রীর, দিলেই আটক

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর ঈদুল আযহায় গরু কোরবানি না দেয়ার অনুরোধ করেছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে শুরু হয়েছে সমালোচনা বিশেষ করে তিনি মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলোকে এই অনুরোধ করেছেন। তেলেঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই অনুরোধ করা হচ্ছে তার কারণ একটি সম্প্রদায়ের মানুষ গরুর পূজা করে।

তিনি আরো বলেন, আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি গরু কোরবানি দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে কারণ গরুকে সম্মান দিয়ে পূজা করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষ ছাগল ও অন্যান্য ছোট পশু কোরবানি দিতে পারে যদি এরপরও গরু কোরবানি দেয়া হয় তাহলে পুলিশ আইনের পথেই হাটবে।

এরপর তিনি বলেন, হায়দ্রাবাদে পূর্বপুরুষদের তৈরি চারমিনার একটি বিশেষ অর্থ বহন করে সেখানে চারটি স্তম্ভ আছে যা হিন্দু মুসলিম শিখ ও খৃষ্টান ধর্মকে সম্মান করে তাই এই আবেদন করা হচ্ছে কারণ মানবতাই বড় ধর্ম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে