বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯, ০৬:১৮:২৯

দুর্নীতির দায়ে সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

দুর্নীতির দায়ে সাবেক পাক প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকানকে আব্বাসিকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতির দমন সংস্থা। বৃহস্পতিবার সংস্থাটির এক মুখপাত্র এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। 

তার গ্রেফতারের বিষয়ে বিস্তারিত প্রকাশিত হয়নি। তবে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) থেকে গ্রেফতারি পরোয়ানাটি প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অপরাধেই তাকে গ্রেফতার করা হয়েছে।

২০১৭ সালে নওয়াজ শরিফের পদত্যাগের পর এক বছরেরও কম সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্বাসি। লাহোরে এক সংবাদ সম্মেলনে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

দলের এক সিনিয়র সংসদ সদস্য সাংবাদিকদের বলেন, তারা এসে নিজেদের এনএবি সদস্য দাবি করে ও শহিদ আব্বাসিকে নিয়ে চলে যায়। গত বছর নওয়াজ শরীফের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলে আব্বাসির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়।

তাদের দুজনকেই প্রাকৃতিক গ্যাস টার্মিনাল প্রকল্পে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে ৭ বছরের কারাদণ্ড ভোগ করছে। আর এবার  নওয়াজ শরীফের পর শহিদ খাকানকে আব্বাসিও একই মামলায় অভিযুক্ত হয়ে গ্রেফতার হলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে