ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একে অন্যকে প্রশংসায় ভাসালেন।
বৃহস্পতিবার তারা উভয়ে সাবেক আর বর্তমান পরাশক্তি দুটো দেশের মধ্যে বিদ্যমান শীতল সম্পর্ক উষ্ণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রিপাবলিকানদের মধ্যে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্পকে ‘অত্যন্ত সম্মানিত’, ‘অদ্বিতীয় নেতা’, এবং ‘অত্যন্ত মেধাবী’ বলে মন্তব্য করেছেন পুতিন।
বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, ট্রাম্প ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সন্ত্রাসবাদ দমন এবং বিশ্বশান্তি পুনঃপ্রতিষ্ঠায় একযোগে কাজ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে পুতিনের সম্পর্ক বেশ খারাপ যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া দখলের পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ওবামা। সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলা এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতায় থাকা নিয়েও দুই নেতা বিপরীত মেরুতে অবস্থান করছেন। আসাদকে রক্ষায় উঠেপড়ে লেগেছেন পুতিন আর ওবামা চাইছেন তার পদত্যাগ।
সংবাদ সম্মেলনে রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানান পুতিন এবং বলেন, ‘তিনি অত্যন্ত কেতাদুরস্ত লোক, অত্যন্ত মেধাবী, কোনো সন্দেহ নেই তাতে। তবে তার গুনের বিচার আমাদের কাজ নয়। সেটা করবে যুক্তরাষ্ট্রের ভোটাররাই।’
‘আজকে আমরা দেখছি যে তিনি প্রেসিডেন্ট দৌড়ে অদ্বিতীয় নেতা। তিনি বলছেন, রাশিয়ার সাথে সম্পর্ককে তিনি আরেকটি মাত্রায় নিয়ে যেতে চান, সম্পর্কে গভীরতর করতে চান। আমরা তাকে স্বাগত না জানিয়ে পারি কিভাবে? অবশ্যই আমরা একে স্বাগত জানাই।’
পুতিনের উচ্ছ্বসিত প্রশংসার জবাবে ট্রাম্প বলেছেন, তিনি সম্মানিত বোধ করছেন।
‘এটা সবসময়ই অত্যন্ত সম্মানের ব্যাপার যে নিজ দেশে এবং দেশের বাইরে অত্যন্ত সম্মানিত একজন মানুষ এতো সুন্দরভাবে প্রশংসা করেছেন’, এক বিবৃতিতে বলেছেন রিয়েল এস্টেট মোঘল এবং সাবেক টিভি রিয়েটিভি তারকা ট্রাম্প।
‘আমি সবসময়ই অনুভব করেছি যে সন্ত্রাসবাদকে পরাজিত করা এবং বিশ্ব শান্তি পুনঃপ্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার একত্রে কাজ করতে সম্মত হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে কাজ করলে যে বাণিজ্যিক এবং অন্যান্য সুবিধা হবে তা তো বলাই বাহুল্য।’
সূত্র: রয়টার্স
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ