রবিবার, ২১ জুলাই, ২০১৯, ০৭:৪৮:৩৭

মাদ্রাসা শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে পাকিস্তানে

মাদ্রাসা শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাদ্রাসা শিক্ষায় সংস্কার আনা হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। পাকিস্তানের দরিদ্র মানুষের জন্য অনেক ক্ষেত্রেই মাদ্রাসাগুলো শিক্ষালাভের একমাত্র সুযোগ।

পাকিস্তান সরকার বলছে, উগ্রপন্থী মতাদর্শ ছড়ানো ঠেকাতে দেশটির মাদ্রাসা শিক্ষার সংস্কারের লক্ষ্যে এক পরিকল্পনার ব্যাপারে তারা ধর্মীয় নেতাদের সাথে একমত হয়েছে।

পাকিস্তানে ত্রিশ হাজারেরও বেশি মাদ্রাসা রয়েছে। সরকার বলছে মাদ্রাসাগুলোকে নিবন্ধিত করা হবে, এবং সেখানে ইংরেজি, গণিত এবং বিজ্ঞানও পড়ানো হবে।

পাকিস্তানের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই উগ্রপন্থী দৃষ্টিভঙ্গী প্রচার করার অভিযোগ উঠছে। এছাড়াও এখান থেকে উগ্রপন্থায় দীক্ষিত যুবকরা যোগ দেয় জঙ্গী ইসলামপন্থী গ্রুপগুলোতে বলে অভিযোগ আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে