মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯, ১০:২৬:৫১

রাশিয়ার যুদ্ধবিমানকে লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার হামলা

রাশিয়ার যুদ্ধবিমানকে লক্ষ্য করে দক্ষিণ কোরিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক : দুইবার আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার একটি যুদ্ধবিমানকে সতর্ক করতে হামলা চালিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এই ঘটনায় দুই দেশের মধ্য চাপা উত্তেজনা বিরাজ করছে।

শিউল সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় প্রবেশ করায় রাশিয়ার যুদ্ধবিমানকে সতর্ক করতেই গুলি করা হয়েছে।

কোরিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে তুর্কিভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, রাশিয়ার এ-৫০ যুদ্ধবিমান আকাশসীমায় ঢুকলে শিউল তাদের এফ১৫কে এবং এফ-১৬কে যুদ্ধবিমান দিয়ে এর জবাব দেয়।

রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘনের ৫ মিনিটের মধ্যেই শিউল এর জবাব দেয়। এর কিছু সময় পরে জাপানের সঙ্গে বিরোধীয় শিউলের নিয়ন্ত্রিত একই এলাকায় আবার অন্য যুদ্ধবিমান প্রবেশ করে।

সিউলের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রথম রাশিয়ার কোনো সামরিক বিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে দুটি চীনা সামরিক বিমানও কাদিজ এলাকায় প্রবেশ করেছিল।

দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে দুটি চীনা সামরিক বিমানও কাদিজ এলাকায় প্রবেশ করেছিল। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্সের তরফ থেকে বক্তব্য চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে