আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনের ইনস্টিটিউট অব পিসে গতকাল মঙ্গলবার বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের জ'ম্মু ও কা'শ্মীরে হা'মলা চালিয়েছিল পাকিস্তানভিত্তিক সন্ত্রা'সীরা।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, পাকিস্তানের নিরা'পত্তা বাহিনী সন্ত্রা'সীদের সহায়তা করছে না। বরং সন্ত্রা'সীদের কঠোর হাতে দমন করার পক্ষপাতী তারা। সন্ত্রা'সীদের নির'স্ত্রীকরণের ক্ষেত্রে এখন পাকিস্তান সরকার সেনাবাহিনীর সমর্থন পাচ্ছে বলেও জানান তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বক্তব্য দেওয়ার সময় ইমরান খান স্বী'কার করেছেন যে, পাকিস্তান ভিত্তিক সন্ত্রা'সী সংগঠন জ'ইশ-ই-মোহা'ম্মদ ভারতে হা'মলা চালিয়ে থাকে। কেন সন্ত্রা'সীদের নি'বৃত্ত করেনি পাকিস্তান—তার ব্যাখ্যা দিতে গিয়ে ইমরান বলেছেন, স্থানীয় পুলিশের পক্ষে ওই সন্ত্রা'সীদের দমন করা সম্ভব ছিল না। ফলে সন্ত্রা'সীদের থামানো যায়নি।
ইমরান বলেন, ‘সেনাবাহিনীর সমর্থন ছাড়া পাকিস্তানের পক্ষে সন্ত্রা'সীদের নি'রস্ত্র করা সম্ভব ছিল না। শুধু পুলিশের পক্ষে এই সন্ত্রা'সীদের দ'মন করা সম্ভব নয়। সন্ত্রা'সীরা সুপ্র'শিক্ষিত, আফগানিস্তানে ল'ড়াই করার অভি'জ্ঞতা আছে তাদের। এদের কেউ কেউ কাশ্মী'রেও যু'দ্ধ করেছেন। সেনাবাহিনীর সহায়তা ছাড়া তাই এদের নি'বৃত্ত করা সম্ভব নয়।’
ক্ষমতায় আসার পর থেকেই সেনাবাহিনীর সমর্থন পাচ্ছেন—এমন দাবিও করে যুক্তরাষ্ট্র সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘শুরু থেকেই আমাদের নীতি ছিল ভারতের সঙ্গে শান্তি বজায় রেখে চলা। সেনাবাহিনী সব সময় আমাকে সমর্থন করেছে। যখন ভারতীয় পাইলটকে ছে'ড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখনও সেনাবাহিনীর সমর্থন পেয়েছি।’