বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯, ১০:৪৪:১১

মোবাইল ফোন বিস্ফো'রণে তরুণীর মৃ'ত্যু

মোবাইল ফোন বিস্ফো'রণে তরুণীর মৃ'ত্যু

নিউজ ডেস্ক : চার্জে রেখে কথা বলতে গিয়ে মোবাইল বিস্ফো'রণে মৃ'ত্যু হয়েছে ২২ বছরের এক তরুণীর। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতিতে। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফো'রিত হয় ও এতে আগুন ধরে যায়।

ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়। দু'র্ঘটনার সময় বাড়িতে একা থাকায় কারও সাহায্য চাইতে পারেননি রিয়া। সে আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রিয়া।

ফরেন্সিক এক্সপার্ট জানিয়েছে, মোবাইলটির ত্রুটির কারণে সেই সময় শর্ট সার্কিট হয়ে যায় তাতে। সেখান থেকে আগুনের সূত্রপাত। ফোনটি ফেটে আগুন লেগে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর সে আগুনেই পুড়ে ছাই হয় সে। স্থানীয়রা জানিয়েছেন, নিহত রিয়ার মা চাকরিজীবী। স্কুলে শিশুদের পাঠদান করান। দুর্ঘটনার সময় তিনি ও তার ছোট মেয়ে স্কুলে ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে