শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ১২:৪৭:১৯

লিবিয়া উপকূলে জাহাজডুবি, দেড় শতাধিক অভিবাসীর মৃত্যু

লিবিয়া উপকূলে জাহাজডুবি, দেড় শতাধিক অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দেড় শতাধিক মানুষ নিহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদদাতাদের বরাত দিয়ে এ তথ্য জানিযেছে বিবিসি।

জানা গেছে, জাহাজডুবির পর আরও ১৫০ মানুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে লিবিয়ার খোম শহরে নিয়ে যাওয়া হয়েছে। শহরটি ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, জাহাজটিতে ঠিক কতজন ছিলেন তা নিশ্চিত হয়। আর দেড় শতাধিক মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে এটি হবে এ বছর ভূমধ্যসাগরে সবচেয়ে প্রাণঘাতি নৌযান ডুবি।

সাধারণ ধারণ ক্ষমতার কয়েকগুন মানুষ নিয়ে ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করে থাকে অভিবাসীরা। এই রুটে তাই প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে বর্তমানে ইতালিতে কঠোরতা আরোপের ফলে সংখ্যা আগের তুলনায় কমেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে