শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ০১:১০:০৫

'মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে এলাম', পাকিস্তানে ফিরে বললেন ইমরান খান

'মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে এলাম', পাকিস্তানে ফিরে বললেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফর শেষ করে বৃহস্পতিবারই পাকিস্তানে ফিরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহেই দ্বি-পাক্ষিক চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তিনি। 

দেখা করেছেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেওর সঙ্গেও। কাতার এয়ারলাইন্সের প্লেনে বৃহস্পতিবার ভোরে নিউ ইন্টারন্যাশনাল ইসলামাবাদ এয়ারপোর্টে আসেন ইমরান খান। এবং তার পদার্পণের সঙ্গে সঙ্গেই তার সমর্থকরা স্বাগত জানায়, দিতে থাকে স্লোগানও। 

আর সমর্থকদের এই উচ্ছ্বাস দেখে ইমরান খান বলেন, ‘আমার মনে হচ্ছে কোনও অফিসিয়াল ভিজিট নয়, আমি দেশে ফিরলাম বিশ্বকাপ জয় করে।’

ইমরান খান দোহাতে কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খালিফা আল থানির সঙ্গে দেখা করেন। খান জানান, তিনি আমেরিকা এবং পশ্চিমি দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন, পাকিস্তান থেকে যে সম্পত্তি লুট হয়েছে তা ফিরে পেতে পাকিস্তানকে তারা যেন সাহায্য করে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মতে, বিশ্বের সেরা দেশ হিসেবে পাকিস্তানের নাম উঠে আসবে, আর সেদিন বেশি দূরে নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে