আন্তর্জাতিক ডেস্ক : জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের হাতে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বং'স হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, ফিলিস্তিনিদের ঘরবাড়ি ও সহায়সম্বল ধ্বং'স করার ইসরাইলি নীতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পার্সটুডে
পশ্চিম তীরে আল-কুদস শহরের উপকণ্ঠে গত সোমবার থেকে ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি ধ্বং'স করার অভিযান শুরু করেছে জেরুজালেম। মুসলমানদের নিশ্চিহ্ন করে ঐতিহ্যবাহী এই মুসলিম নগরীকে পুরোপুরি ইহুদিবাদীদের শহর করার পরিকল্পনা বাস্তবায়নের কাজ হাত দিয়েছে তেল আবিব।
জেরুজালেমের উপকণ্ঠে ওয়াদি আল-হোমস এলাকার ফিলিস্তিনি ঘরবড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার আগে ফিলিস্তিনি নাগরিকদেরকে তাদের বসতভিটা থেকে তাড়িয়ে দেয় ইসরাইলি সেনারা। তাদের এই বেআইনি কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ মহাসচিব।