শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ০৪:৩২:৪৪

সিঙ্গাপুরে যেসব পরিবার ডেঙ্গু বংশবিস্তারে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা

সিঙ্গাপুরে যেসব পরিবার ডেঙ্গু বংশবিস্তারে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ছাড়াও এশিয়ার যেসব দেশে মহামারী আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে তার মধ্যে একটি সিঙ্গাপুরে। গতবছর থেকে দেশটিতে এই রোগ নিয়ে নতুন বিশেষ ব্যবস্থা করেছে।

এ জন্য ডেঙ্গুর বংশবিস্তারকেই দায়ী করা হচ্ছে। সিঙ্গাপুরে যেসব পরিবার ডেঙ্গুর বংশবিস্তারের জন্য দায়ী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

ডেঙ্গু সাধারণত জমা পানিতে বংশ বিস্তার করে। ডেঙ্গুর বংশবিস্তারে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে কমপক্ষে ২০০ ডলার জরিমানা দিতে হবে। 

গত বছর প্রায় ৪ হাজার ৭০০ পরিবারকে ডেঙ্গুর বংশবিস্তারে দোষী প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছিল।

জাতীয় পরিবেশ সংস্থার মতে, এ বছরের প্রথম ছয় মাসে সিঙ্গাপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০০। গত এক সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৬৬৬, যা নতুন রেকর্ড গড়েছে। সূত্র: স্ট্রেইটস টাইমস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে